নেপালে দুই দিনের বিক্ষোভ-সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাপ্রধান অশোক রাজ সিগডেল জেন-জির প্রতিনিধিদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রনেতারা নতুন দাবির তালিকা তৈরি করছেন বলে জানিয়েছেন তাদের এক প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশব্যাপী কারফিউ বহাল থাকবে। সহিংসতা ও লুটপাটে জড়িত যে কাউকে শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেছে নেপালের সেনাবাহিনী। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুই দিনের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি আহত হয়েছেন।
গত সোমবার ‘হিমালয়কন্যা’ নেপালে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী গুলি চালালে পরিস্থিতি তীব্র সহিংসতায় রূপ নেয়। এতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সরকারের সব মন্ত্রী পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি হেলিকপ্টারে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সরকারের মন্ত্রীরা মারধরের শিকার হন, এবং পার্লামেন্ট, রাজনীতিকদের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।