Advertisement
স্পোর্টস ডেস্ক : নেপালে এসএ গেমসে ইভেন্ট শেষ করে দেশের মাটিতে পা রেখেছেন স্বর্ণজয়ী পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গতকাল সোমবার ৯ উইকেটের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় জুনিয়র টাইগাররা।
স্বর্ণ পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার জানান, প্রধানমন্ত্রী দুই ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং স্বর্ণপদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.