বিনোদন ডেস্ক : কবীর খানের ছবি ‘এইটি থ্রি’ প্রি প্রোডাকশন থেকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল। ছবির চিত্রনাট্যে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প উঠে এসেছে। ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।
ছবিতে কপিলকে পর্দার হুবহু ফুটিয়ে তুলতে কোনো কসর ছাড়েননি রণবীর সিং। ছবি মুক্তির সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকে প্রশংসাও কুড়িয়েছে ছবি ও অভিনেতারা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন বক্স অফিসে স্কোর করতে ব্যর্থ হচ্ছে ‘এইটি থ্রি’? সমালোচক থেকে শুরু করে ছবির কলাকুশলী সবাই প্রায় এ ছবির ব্যর্থতা নিয়ে চিন্তিত। ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোন। অনুমান করা হচ্ছে বক্স অফিসে সে অর্থে এই ছবি ব্যবসা করতে না পারায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে প্রযোজকেরা।
ছবির পারিশ্রমিকের বেশিরভাগ অংশই এখনো পাননি রণবীর সিং। ছবির ব্যর্থতার পর অভিনেতা জানিয়েছেন, বকেয়া পারিশ্রমিক তিনি আর নিতে চান না। রণবীর এই সিদ্ধান্ত নেন প্রযোজকদের কথা মাথায় রেখেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।