
দৈনন্দিন জীবনে চলার পথে স্মার্টফোন সবার সর্বক্ষণের সঙ্গী। শয্যাসঙ্গীও। শুতে-ঘুমোতে, চলতে-ফিরতে হাতে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ ছাড়াও অ্যাপনির্ভর জীবনে কয়জনই বা থাকতে পারেন। বিপত্তি এখানেই।
বান্ধবীর সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায়, অন করে ফেলেছিলেন স্ন্যাপচ্যাট। তারপর, কোনোভাবে ভুল বাটনে হাত পড়তেই ঘোরতর বিপত্তি- ‘লাইভ স্ট্রিমিং’ অন। অন্তরঙ্গ মুহূর্তের নিজে হাতে হাটে হাঁড়ি ভেঙে অপ্রস্তুত টটেনহ্যামের সাবেক এই অ্যাটাকিং ফুটবলার। হুঁশ ফিরলে বুঝেছেন, কী ভুলটাই না করেছেন। ক্লিনটন এনজি’র কথায়, “আমি অত্যন্ত দুঃখিত। রাতে বড্ড বেশি মদ্যপান করে ফেলেছিলাম। খবর পড়তে গিয়ে, কিভাবে বেখেয়ালে লাইভ স্ট্রিমিং বাটনে হাত দিয়ে ফেলি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।