জুমবাংলা ডেস্ক : যশোরে নেশার টাকা না পেয়ে পিতাকে মারপিট এবং বোনের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে শাহীন হোসেন (২৩) নামে এক যুবক। পরে তাকে পুলিশে সোর্পদ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাহীনের পিতা যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুলপাড়ার ইকবাল হোসেন মামলাটি করেছেন।
ইকবাল হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তিনি কাঁচা সবজির ব্যবসা করেন। তার ছেলে শাহীন হোসেন বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে। নেশার টাকা না দিতে পারায় প্রায় সময় তাকে, তার স্ত্রী হাসিনা বেগম এবং মেয়ে বুলবুলিকে মারপিট করে থাকে। গত ২৯ মে রাত সোয়া ৮টার দিকে শাহীন তার কাছে নেশার জন্য ৫শ’ টাকা চায়। তিনি তিনশ’ টাকা দিলে শাহীন ক্ষিপ্ত হয় এবং তাকে মারপিট করে। স্ত্রী ও মেয়ে ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে।
পরে ঘরের শোকেস ও আলমারি ভেঙে ২৫ হাজার টাকার ক্ষতি করে। ভয়ে তিনি, তার স্ত্রী ও মেয়ে ঘরের এক কোণে লুকিয়ে প্রাণ বাঁচান। পরে তার মেয়ে বুলবুলির ঘরে গিয়ে দিয়াশলয়ের আগুন দিয়ে বালিশ, কাঁথা, লেপ-তোষক, মাশারি, জাজিমসহ বিভিন্ন কাপড় জ্বালিয়ে দেয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে শাহীন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আগুন নিভিয়ে পুলিশে সংবাদ দেয়া হলে পুলিশ শাহীনকে হেফাজতে নেয়।
এ বিষয়ে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এইচএমএ লতিফ জানিয়েছেন, শুক্রবার রাতে সংবাদ পেয়ে বাহাদুরপুরে গিয়ে শাহীন নামে ওই যুবককে হেফাজতে নেয়া হয়েছে। পিতা মাতা ও বোনকে মারপিট এবং ঘরে আগুন দেয়ার অভিযোগ করেছেন তার পিতা। এছাড়া মামলা হলে তাকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।