বিনোদন ডেস্ক : নেহা কক্কর করোনার ভেতর অক্টোবরের শেষ দিকে বিয়ে করতে যাচ্ছেন বলে বলিউডে খবর চাউর হয়েছে। এই খবর শোনার পর তার সাবেক প্রেমিক হিমাংশু কোহলি মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, নেহা ২৪ অক্টোবর দিল্লিতে গাঁটছড়া বাঁধছেন রিয়ালিটি তারকা রোহনপ্রীত সিংয়ের সঙ্গে। যদিও বিয়ের খবরে এখনও পর্যন্ত নেহা কিংবা রোহনপ্রীত কেউই সিলমোহর দেননি।
প্রায় চার বছরের সম্পর্কে ছিল নেহা এবং হিমাংশুর। ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর একাধিকবার হিমাংশুর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেহা।নেহা এবং রোহনপ্রীতের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ভারতের একটি বেসরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে হিমাংশুর কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে হিমাংশু জানান, নেহার সম্পর্কের কথা তিনি কিছুই জানতেন না।
বলেন, ‘বিয়ে যদি ঠিক হয়ে যায়, তাহলে তো ভালই। আমি খুশি। সম্পর্কের তিক্ততা আর মনের ভেতরে রাখতে চাই না।’
গায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন রোহনপ্রীত। ২০১৯ সালে শেহনাজ গিলের রিয়ালিটি শো ‘মুঝসে শাদি করোগে’তে অংশ নিয়ে পরিচিতি পান।
নেহার এক ঘনিষ্ঠ বন্ধু আবার দাবি করেছেন নেহা-রোহনপ্রীতের বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। এর আগেও নেহা এবং উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের বিয়ের গুজব রটেছিল।
রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে মা-বাবা এবং বিয়ের তত্ত্ব নিয়ে এসে নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আদিত্য। এ নিয়ে প্রচুর জল্পনা হয়েছিল। পরে জানা যায়, পুরোটাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।