বর্তমানে ভয়েস কলিং এর ক্ষেত্রে মনোফনিক প্রযুক্তি ব্যবহৃত হয়। এতে অপর প্রান্তের কণ্ঠস্বরকে যান্ত্রিক বলে মনে হতে পারে। তবে এবার ভয়েস কলিং প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে বহুজাগতিক প্রতিষ্ঠান নোকিয়া। এর ফলে আগের থেকে আরো উন্নত টাইপের ভয়েস কলিং এর সুবিধা পাবে গ্রাহকরা।
এ ফিচারের সবথেকে দুর্দান্ত দিক হচ্ছে যে আপনার পাশে বসে থাকা কোন ব্যক্তির সাথে কথা বললে যে অনুভূতি তৈরি হবে সেটা আপনাকে দেওয়া সম্ভব হবে। তখন এটি আর যান্ত্রিক কন্ঠ হিসেবে মনে হবে না। এর ফলে কনফারেন্স কলিং এর সুবিধা আগের থেকেও বেড়ে যাবে।
এর ফলে ব্যক্তির চারপাশের অবস্থার সাথে এ কলের গুণমন পরিবর্তিত হবে। বেশিরভাগ স্পিকার এ কমপক্ষে দুইটি মাইক্রোফোন থাকে। এটি বাস্তব সময়ে একটি কলের স্থানের বৈশিষ্ট্য প্রেরণ করতে পারে। কনফারেন্স কলিং এর সময় ব্যক্তি কোন স্থান থেকে কথা বলছে এবং তার পরিবেশ কেমন তা বোঝা সম্ভব হয়।
কোম্পানির সিইও সুইডেনে নিজেদের অফিস থেকে একটি ফোনালাপের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি নোকিয়ার ফিনল্যান্ড প্রতিনিধির সাথে কথা বলার সময় বিষয়টি ব্যাখ্যা করেন। এ প্রযুক্তি হতে পারে আগামী সময়ের ভয়েস কলের ভবিষ্যৎ।
তবে এটি খুব শীঘ্রই বাজারে চলে আসবে এরকম নয়। বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই আছে। তবে কয়েক বছরের মধ্যে প্রযুক্তিটি বাজারে আসবে পরে প্রত্যাশা করা হচ্ছে। তবে এটি সম্ভব হলে ভয়েস কলিং এ যুগান্তকারী পরিবর্তন আসবে তাতে কোন সন্দেহ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।