জানুয়ারি মাসে এইচএমডি গ্লোবাল ব্র্যান্ড নোকিয়া T21 Tablet ভারতের মার্কেটে রিলিজ করে। যদিও বিশ্বব্যাপী এটি আরো আগেই রিলিজ করা হয়েছিল। যারা মাঝারি বাজেটে ভালো কোয়ালিটির ট্যাবলেট ফোন ক্রয় করতে চান তাদের জন্য এটি আদর্শ হবে।
ডিভাইসটির মধ্যে আপনি ফোরজি ভয়েস কলিং এর সাপোর্ট পাবেন। ভারতের মার্কেটে এটির দাম নির্ধারণ করা হয়েছে 18 হাজার রুপি বা ২১৭ ডলার। অ্যান্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে ডিভাইসটি পরিচালিত হবে।
১০.৩৬ ইঞ্চের এমোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে ডিভাইসটিতে। এ ট্যাবলেট ফোনের রেজুলেশন হচ্ছে ১২০০ গুন ২০০০ পিক্সেল। ফুল এইচডি প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
নোকিয়ার ট্যাবলেটের ওজন হবে ৪৭১ গ্রাম। ইউএসবি-সি ক্যাবল এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার রয়েছে ডিভাইসের মধ্যে। শুধু ধূসর রং এর ভেরিয়েন্টটি বাজারে পাওয়া যাবে।
ডিভাইসটির পেছনে সিঙ্গেল ক্যামেরা লেন্স এবং এলইডি ফ্ল্যাশ লাইট এর ব্যবস্থা রাখা হয়েছে। ওটিটি প্লাটফর্মে এইচডি কনটেন্ট স্ট্রিমিং করার ক্ষেত্রে এ ট্যাবলেট কাজে আসবে।
ডুয়েল স্টেরিও স্পিকার, হাই কোয়ালিটির সাউন্ড, উন্নত কোয়ালিটির ডিসপ্লে এর ফিচার থাকছে নোকিয়া টি টুয়েন্টি ওয়ান ট্যাবলেটে । ৮২০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ইন্সটল করা হয়েছে ডিভাইসটির মধ্যে।
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইর্ন্টানাল স্টোরেজ ইনস্টল করা হয়েছে নোকিয়ার ডিভাইসটিতে। তিন বছর পর্যন্ত সব ধরনের সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। সাথে স্টাইলাস পেন এবং ব্লুটুথ কি-বোর্ড ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে।
সামনে এবং পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইন্সটল করা হয়েছে। পাশাপাশি ফেস আনলক, মাইক্রো এসডি কার্ড স্লট, জিপিএস, এনএফসি, ৩.৫ মিলিমিটার অডিও পোর্টের অপশন রাখা হয়েছে। যারা কনটেন্ট ক্রিয়েশনের কাজ করেন তাদের জন্য এই ট্যাবলেটটি উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।