জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছারপোকার উপদ্রব একটি প্রধান সমস্যা। এবার সেই সমস্যা সমাধানে ছারপোকা নিধনের উদ্যোগ নিয়েছে ঢাবির কবি জসীম উদ্দিন হল প্রশাসন।
মঙ্গলবার (১৬ মে) হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শাহীন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছারপোকা নিধনের উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। বৃহস্পতিবার (১৮ মে) থেকে হলের প্রতিটি রুমে ছারপোকা নিধন কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সফল করার লক্ষ্যে ছারপোকা নিধনকারী ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে।
হলের আবাসিক শিক্ষার্থী ফায়েজ বলেন, আমাদের সবগুলো হলেই কিন্তু ছারপোকা একটা প্রধান সমস্যা। শাহীন স্যার কিছুদিন আগেই নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব নিয়েই তিনি হল ক্যান্টিনে খাবার মান উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। এখন আবার এমন একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে৷ আমি আশা করি অদূর ভবিষ্যতে স্যারের কল্যাণে আমরা সাধারণ শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হব।
হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শাহীন খান বলেন, আবাসিক শিক্ষার্থীরা যখন আমাকে ছারপোকার উপদ্রবের কথা জানিয়েছেন, সেদিনই আমি কয়েকজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে এ বিষয়ে জানার পরে ছারপোকা নিধনের জন্য কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা করি। এরপর মিনিমাম কস্ট রেটে সিএসআর নামক একটি কোম্পানি এই কাজটি করে দিতে রাজি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।