নোবিপ্রবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক সিনিয়র নেতাদের।
সোমবার সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নোবিপ্রবি প্রশাসন, বিভাগসমূহ, হলসমূহ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় নোবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে দেখা গেলেও সেখানে পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস. এম. ধ্রুবকে।
এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।
কর্মসূচীতে অংশ নেয়া ছাত্রলীগ কর্মী হাসানুজ্জামান বিপ্লব, নাঈম রহমান, মোহাইমিনুল ইসলাম নুহাশ, জাহিদ হাসান শুভ এবং নজরুল ইসলাম নাইম জুমবাংলাকে বলেন, মহান বিজয় দিবস নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদরকের পক্ষ থেকে অন্যান্য নেতাকর্মীরা কোনও প্রকার দিক নির্দেশনা পায়নি।
তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একটি কমিটি থাকলেও দীর্ঘদিন থেকে সাংগঠনিক কোনও কার্যক্রমে তাদের দেখা যায় না। এভাবে চলতে থাকলে ছাত্রলীগের এই শাখা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।