জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকুন্ঠপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আসমা আক্তার (৫) আবুল কালামের মেয়ে এবং আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে। নিহতরা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের শিক্ষার্থী।
আহত আবুল কালামকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাইফুল ইসলাম জাবের বলেন, সকালে দুই শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিতে বাইসাইকেলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সাইকেলসহ তিনজন ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন।
সুধারাম মডেল থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিকু বড়ুয়া বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।