জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে বিষপানে করেছেন আব্দুর রহিম (৩২) ও ফাতেমা আক্তার (২৭) দম্পতি। তাদের মধ্যে ফাতেমা আক্তার মারা গেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম। তাদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের জমদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। কিছু দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলে স্বামীর বাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামী রহিমও বিষপান করে। পরে তাদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ফাতেমা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।