বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউডের একাধিক নায়িকার ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে গোপন যোগাযোগ ছিল বলিউড কুইন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি এর। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বলিউডপাড়ায়।
নতুন খবর হচ্ছে, নোরা ফাতেহি এর সঙ্গে সুকেশের গোপন যোগাযোগের একাধিক চ্যাট ফাঁস হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চ্যাটিংয়ে দামি গাড়ি আদান প্রদান নিয়ে দুজনের মধ্যে কথা হয়।
এদিকে, বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। এবার প্রকাশ্যে এলো তার ‘ড্যান্স মেরি রানি’।
বেশ কিছুদিন ধরে পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ৩ মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ এই গানে এই জুটির রসায়ন তুলে ধরা হয়েছে। গানের গুরুতে দেখা যায়, নোরা একজন মৎসকুমারী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন গুরু। এই গানেও নোরার নাচ দর্শকের হৃদয় জয় করেছে।
টি-সিরিজের প্রযোজনায় ‘ড্যান্স মেরি রানি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধওয়া ও জাহরাহ এস খান। এটির সুর করেছেন তানিস্ক বাগচী। গানটি লিখেছেন রাশমি বিরাগ। এর আগে ‘নাচ মেরি রানি’ গানে একসঙ্গে দেখা গেছে নোরা ও গুরু রান্ধওয়াকে। এই গানটিও দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।