নোরা ফাতেহি বিছানা থেকে উঠতে পারছেন না

নোরা ফাতেহি

নোরা ফাতেহি বিছানা থেকে উঠতেই পারছেন না। বাড়ছে ক”রো”না ভা”ই”রা”সের সংক্রমণ। এই ধাক্কায় বলিউডের অনেক তারকা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন আবেদনময়ী তারকা নোরা ফাতেহি। আক্রান্ত হওয়ার পর বিছানা থেকে উঠতে পারছেন না বলে নিজেই ভক্তদের সঙ্গে এ তথ্য শেয়ার করেছেন।

নোরা ফাতেহি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নোরা জানান, গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কো’ভি’ডে’র সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন।

রবি সিমের দারুণ অফার ১১ টাকায় ১ জিবি ডাটা

ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি জানান, কো’’ভি’ডে’র খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তার উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। এসময় সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকারও পরমর্শ তেন এই আইটেম গার্ল!

সকলের উপর ক”রো”নার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তার উপর ক”রো”না”র বড়সড় প্রভাব পড়েছে বলে নোরা ফাতেহি এর ভাষ্য। এই মুহূর্তে নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি। নোরার বলেন, স্বাস্থ্যের থেকে জরুরী আর কিছু নেই। সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন তিনি।

আরআরআর ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছেন

অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন নোরা। বুধবার থেকে নোরা ফাতেহি এর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই পুরনো ছবি এড়িয়ে চলার অনুরোধ করেছেন তারা।