Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রথম টিকা গ্রহণ করে নোয়াখালীতে করোনা টিকার উদ্বোধন করলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
জেলা স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খান জানান, সকাল সোয়া ১০টায় এমপি একরামুল করিম চৌধুরী টিকা নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর একে একে টিকা গ্রহণ করেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমকেএম শামছুউদ্দীন জেহান, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুল ইসলাম, স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খান, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক একরামুল হক বিপ্লব, যুবলীগ জেলা সদস্য এইচএ সাইফুজ্জামান চৌধুরী, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ অনেকে। এখানে প্রথম দিন মোট ১৬০ জন টিকা গ্রহণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।