জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেককে হারিয়ে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এরপর সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক।
তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৫০ থেকে ৫৫ ভাগ ভোট পড়েছে। তবে ভোট কম হওয়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করেন এই নির্বাচন কর্মকর্তা।
আব্দুস ছালেক জানান, নির্বাচনে ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুল খালেক ১৮ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।
পৌরসভার ৯ ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।