দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘ভয়াবহ করোনা মহামারিতে মানুষ যখন জীবন বাঁচাতে ছটফট করেছে তখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছেন। হায়াতের মালিক আল্লাহ। তবুও শেখ হাসিনা চেষ্টা করেছেন জনগনের পাশে থাকতে। অন্য দেশের চেয়ে বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় শেখ হাসিনা জনগনের পাশে ছিলেন। লকডাউনে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্য। শুধু করোনায় নয়, যে কোন দুর্যোগে শেখ হাসিনা জনগনের পাশে থাকেন।’
আজ দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নৌকায় কেন ভোট দিবেন? কারণ নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। নৌকা শেখ হাসিনাকে সাহস যোগায়। নৌকায় ভোট দিলে অসহায় মানুষেরা ভাতা পায়, ঘর পায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কারণ নৌকা মার্কায় জনগন ভোট দিয়েছেন বলেই।’
ইকবালুর রহিম আরও বলেন, বয়স্ক ভাতা. বিধবা, স্বামী পরিত্যক্তা নারী আর প্রতিবন্ধীদের ভাতা দেন শেখ হাসিনা সরকার। শিক্ষা উপবৃত্তি দেয়া হয়। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুত বাস্তবায়ন করা হয়েছে। নতুন বছরে প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষার্থীদের বিনামুল্যে বই বিতরণ বিশ্বের কোথাও নাই। দেশ ও দেশের মানুষ ভালো থাক-এই চিন্তা সবসময় করেন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘ভালো থাকতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অভিজিৎ বসাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আজগার আলী, ফাজিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক আলী শাহ, বিশিষ্ঠ ব্যবসায়ী রনজিৎ বসাক, আওয়ামীলীগ নেতা রীতিন্দ্র নাথ ছুটু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।