সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থীর পরিবর্তন চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়নের সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে উপজেলার দিঘি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মতিন মোল্লার অপসরণ চেয়ে এই মানববন্ধন করা হয়।
এ সময় ইউনিয়নের শত-শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হন এবং অনতিবিলম্বে নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মোল্লার মনোনয়ন বাতিলের দাবি জানায়। আব্দুল মতিন মোল্লা গতবার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পান এবং নির্বাচিত হন।
মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত ইউনিয়নবাসীর এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আগতরা।
মানববন্ধনে অংশ নেওয়া মিজানুর রহমান নামের এক ব্যাক্তি বলেন, ‘নৌকার মনোনিত প্রার্থী মতিন মোল্লা গেল ৫ বছরে কোন উন্নয়নমূলক কাজ করে নাই, করেছে লুটপাট। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার মানুষের সাথে জোর-জুলুম করেছে। তার কার্যকালাপে মানুষ অতিষ্ট হয়ে গেছে। মানুষতো আর তাকে ভোট দেবে না ভোট দেবে নৌকাকে। সে নৌকা প্রতিকে থাকলে ইউনিয়নবাসী সুফল পাবে না। এজন্য তার নৌকা প্রার্থীতা বাতিল করে দ্রুত যোগ্য লোককে নৌকার মনোনয়ন দেওয়া হোক। আমদের ইউনিয়বাসীর এটা প্রাণের দাবি।’
জসিম ও ওয়াসিম নামের দুই ব্যক্তি বলেন, ‘পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে এই মতিন মোল্লা। এলাকায় বিচার, শালীসের নাম করে পক্ষ-বিপক্ষের কাছ থেকে নিয়েছে অর্থ। পরিষদের সরকারি সুযোগ সুবিধা যাদের পাওয়ার কথা তারা পায় না চেয়ারম্যানের অনুসারিরা যে নাম দেয় তারাই কেবল সুযোগ সুবিধা পায়।’
মানববন্ধনে আগত আশি উর্ধো মফেজ পিস্সাব বলেন, ‘শেখ হাসিনার সরকার এতো উন্নয়ন করে। শহরের কাছে এলাকা আমাগো তয় কোন উন্নয়ন হয় না। পরিষদে কাজের জন্য গেলেও হয়রানি হইতে হয়। তার (মতিন মোল্লা) চেয়েও যোগ্য লোক আমাগো ইউনিয়নে আছে। প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের লোকের হাতেই নৌকা মানায়।’
সালেহা, সুলেখা ও আসমা নামের তিন ব্যক্তি বলেন, ‘ভালো-ভালো মানুষ ভাতার কার্ড পাইছে আমরা পাই নাই। চেয়ারম্যানের কাছে অনেক ঘুরাঘুরি করছি কোন লাভ হয় নাই। কোন বিপদে আপদেও তারে পাওয়া যায় না। এই লোক (নৌকার মনোনিত প্রার্থী) আবার নির্বাচিত হইলে আমাগো এলাকার উন্নয়ন হইব না। আমরা চাই শেখ হাসিনার নৌকা মার্কা ভাল মানুষ পাইক। আমরা নৌকায় ভোট দিমু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।