জুমবাংলা ডেস্ক: শেষ হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। শেষ হওয়া চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ এক কেন্দ্রে পেয়েছেন মাত্র ২০ ভোট।
রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলার বোকাইনগর ইউনিয়নে বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র ২০ ভোট পড়ে। রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা গেছে, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে মোট ভোটার ৮৯৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭২৩ জন। এর মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ২০টি। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৩৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মোটরসাইকেল প্রতীকে ২৬ ভোট, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে তিন ভোট ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ২৬২ ভোট পান।
এদিকে বোকাইনগর এ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ১৮ হাজার ৭০০ জন। শতকরা হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ।
বিজয়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে সাত হাজার ২৭৬ ভোট (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে চার হাজার ৯০৮ ভোট পান। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন লিটনের মোটরসাইকেল প্রতীকে এক হাজার ৪৬২ ভোট, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে এক হাজার ৯১৮ ভোট পান।
চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।