অর্থনীতি ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে নির্মাণ-মালিকানা-পরিচালনা (বিওও) পদ্ধতিতে ৫০ মেগাওয়াটের গ্রিড-টাইড সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে আইবি ভোগড জিএমবিএইচ ও এজি অ্যাগো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোর্টিয়াম।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ প্রকল্প থেকে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয় করবে।
সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বিপিডিবি বিদ্যুৎকেন্দ্রটি থেকে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ৮ টাকা ৭৫ পয়সায় ক্রয় করবে।
বিদ্যুতের মূল্য বাবদ ২০ বছরে মোট ১ হাজার ৪১৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে বলে প্রস্তাবে বলা হয়েছে।
এছাড়া, মন্ত্রিসভা কমিটি ‘এক্সপোর্ট কসপিটিবনেস ফর জবস’ প্রকল্পে পরামর্শক নিয়োগে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করেছে। ৪২ কোটি ৮১ লাখ টাকার এ কাজ পেয়েছে আইএমসি ওয়াল্ডওয়াইড লিমিটেড।
পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পও কমিটির অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদীর ঢাল সুরক্ষা কাজের ব্যয় বাড়ানো হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করছে। যার ব্যয় ৮৬ কোটি ৭১ লাখ থেকে বেড়ে ২৭৮ কোটি ৪১ লাখ টাকা হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.