আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রভাব বাড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, এই জোটের উসকানিমূলক তৎপরতার কারণেই ইউক্রেনে চলমান সামরিক সংঘাতের সৃষ্টি হয়েছে। খবর পার্সটুডে’র।
গতকাল (বুধবার) ইরান সফরে আসা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, ইউক্রেনের চলমান সংঘাতের পেছনে ন্যাটো জোটের উসকানি রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অংশে এই জোটের প্রভাব বিস্তারের প্রচেষ্টা থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাত যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা দরকার। এজন্য ইরান কূটনৈতিভাবে মধ্যস্থতা করতেও প্রস্তুত রয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইবরাহিম রায়িসি বলেন, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করা উচিত এবং এ অঞ্চলে কোনো বিদেশী শক্তির উপস্থিতি মেনে নেয়া যৌক্তিক হবে না।
তিনি বলেন, ইরান ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে লাগাতার সাক্ষাৎ এবং বৈঠক এই ইঙ্গিত দেয় যে, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে রাশিয়া কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে ইরানের ভূমিকার প্রতি রাশিয়া সবসময় সমর্থন দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।