ন্যাড়া লুকে কাকে বেশি মানাচ্ছে শাহরুখ না সালমান, নেটদুনিয়ায় প্রশ্ন

ন্যাড়া লুকে কাকে বেশি মানাচ্ছে শাহরুখ না সালমান, নেটদুনিয়ায় প্রশ্ন

বিনোদন ডেস্ক : ‘জাওয়ান’ সিনেমায় ন্যাড়া মাথার শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে এবার নিজে মাথার চুল ছেঁটে ফেললেন সালমান খান। আর বলিউড ভাইজানের এমন ‘ন্যাড়া লুক’ দেখে নেটদুনিয়া অবাক। শাহরুখ না সালমান, কাকে ন্যাড়া মাথায় বেশি ভাল লাগছে, তা নিয়েও তোলপাড় সোশ্যাল মিডিয়া।

ন্যাড়া লুকে কাকে বেশি মানাচ্ছে শাহরুখ না সালমান, নেটদুনিয়ায় প্রশ্ন

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মাত্র দু’মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে ‘জাওয়ান’ হিসেবে এসে কোটি মানুষের মনে ঝড় তুলেছিলেন শাহরুখ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সালমান লিখেছিলেন, ‘পাঠান জাওয়ান হয়ে গেল। দুর্দান্ত ট্রেলার, মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ছবি তো বড় পর্দাতেই দেখা উচিত। আমি তো নিশ্চয়ই প্রথম দিনই দেখে ফেলব। দারুণ মজা পেয়েছি।’

এবার সালমানের পালা। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে এক আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন বলিউডের সুলতান। বুলেটপ্রুফ গাড়ি থেকে নামতেই চমক। শাহরুখের মতো ক্লিনশেভড না হলেও মাথায় চুলগুলি একদম গোড়া পর্যন্ত ছেঁটে ফেলেছেন সালমান। তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছ। তাতেই শাহরুখ ভার্সাস সালমান আলোচনা শুরু হয়ে গিয়েছে।

সালমানের ‘ব্যাল্ড লুক’-এর প্রশংসা করে আগুনের ইমোজি দেওয়া হয়েছে, আবার শাহরুখ খানের বুড়িয়ে যাওয়ার এডিটের ছবি তার পাশে দিয়ে ক্যাপশনে কান্নার ইমোজি দেওয়া হয়েছে। ওদিকে আবার একজন লেখেন, সালমানের ব্যাল্ড লুক ভাল কিন্তু শাহরুখের ব্যাপারই আলাদা।

শোনা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনায় এবং ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সালমান। মনে করা হচ্ছে, তার জন্যই এভাবে চুল ছেঁটে ফেলেছেন তিনি।