বিনোদন ডেস্ক: গেলো রোজায় ‘বৃষ্টি ভেজা রাত’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন ন্যানসি। প্রথমে গানটি তার একক কণ্ঠের জন্য তৈরি করা হয়। পরবর্তীতে গানটির দুটি ভার্সন করা হয়। একটিতে ন্যানসির একককণ্ঠ। অন্য ভার্সনে তার সঙ্গে গেয়েছেন তরুণ গায়ক মনতোষ মধু।
গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। অভি আকাশের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সেউল বাবু। এতে মডেল হয়েছেন প্রীতম খান ও জান্নাত। আছে ন্যানসি ও মনতোষের উপস্থিতিও।
গায়ক মনতোষ তিনি বলেন, ন্যানসিকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমি তার সঙ্গে দারুণ কথা-সুরের একটি গান গাইতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের খবর। গানটিও বেশ ভালোলাগার মতো। ন্যানসির সঙ্গে ভালো গাওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, শ্রোতারাই তা বিবেচনা করবেন।
রোববার (৭ জুলাই) প্রযোজনা প্রতিষ্ঠান মা মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ন্যানসি-মনতোষের কণ্ঠের ‘বৃষ্টি ভেজা রাত’র গান ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।