জুমবাংলা ডেস্ক : দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হওয়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এতদিন ন্যায়বিচার ছিল না, এখন ন্যায় বিচারের মধ্যদিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কারামুক্ত হয়ে শাহবাগ মোড়ে জনসভায় যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।
এটিএম আজহার বলেন, মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি। ধন্যবাদ জানাই আদালতকে। ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য। সেনাবাহিনীকে ধন্যবাদ, তারা ফ্যাসিস্টবাদের না হয়ে জনগণের পক্ষ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে।
আজহারুল ইসলাম বলেন, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি যারা আমার নেতা ছিলেন সেসব নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমার শ্রদ্ধেয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মু. মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ভ্রাতৃপ্রতিম বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। শুধু তাদের হত্যাই করেনি গুম করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের।
বিএনপি নেতার ৯ মাসের বিদ্যুৎবিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে মারধর
তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে এ কথা উল্লেখ করে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধরে এনে বিচার করার দাবি জানান আজহার। তাহলে এই খারাপ সংস্কৃতি বন্ধ হয়ে যাবে বলে তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই। আমার অপরাধ কি ছিলো? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যে কারণে আমি আপনাদের কাছ থেকে ফুলের মালা পাচ্ছি সেই ইসলামী আন্দোলনে আমি যেন আজীবন আমার রক্ত দিয়ে কাজ করে যেতে পারি সেজন্য আমাকে দোয়া করবেন। আমি যেন এই আন্দোলনের জন্য শহিদ হতে পারি। একটা কথা মনে রাখবেন আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।