জুমবাংলা ডেস্ক : নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবু জানিয়েছেন, নড়াইল সদর উপজেলায় ইতালি ফেরত এক প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সামাজিকভাবে আতঙ্ক যাতে না ছড়ায় সেজন্য তাকে কোয়ারেন্টাইন করা হয়। তিনি ভালো আছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলে করানোভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন দফতর। জেলার আধুনিক সদর হাসপাতাল, কালিয়া ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাস সন্দেহে আগতদের নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে ৬টি বেডের আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বলেন, দেশের বাইরে থেকে কেউ নড়াইলে প্রবেশ করলে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।