জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলার তিন উপজেলায় চলতি অর্থবছরে টেষ্ট রিলিফ টিআর কর্মসূচির আওতায় ১ কোটি ৭১ লাখ ৪০ হাজার ১৪১ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে টেষ্ট রিলিফ কর্মসূচির আওতায় নড়াইল- ১ ও নড়াইল-২ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৯ লাখ ১৫ হাজার ৩৩৩ টাকা। এছাড়া এ প্রকল্পে জেলার তিন উপজেলার জন্য ৪৮ লাখ ৫৬ হাজার টাকা এবং তিন পৌরসভার জন্য ১০ লাখ ৬৮ হাজার ৮০৬ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এর মধ্যে নড়াইল সদর উপজেলার জন্য ১৭ লাখ ৩০ হাজার ৭০৪ টাকা ও নড়াইল পৌরসভার জন্য ৫ লাখ ৪৯ হাজার ১৭৭ টাকা, লোহাগড়া উপজেলার জন্য ১৫ লাখ ৭৭ হাজার ৯৫৫ টাকা ও লোহাগড়া পৌরসভার জন্য ২ লাখ ১ হাজার ৯২৯ টাকা এবং কালিয়া উপজেলার জন্য ১৫ লাখ ৪৭ হাজার ৩৪২ টাকা ও কালিয়া পৌরসভার জন্য ৩ লাখ ১৭ হাজার ৬৯৯ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়া এ প্রকল্পে ব্যয়ের জন্য জেলা প্রশাসনের অনুকূলে ১১ লাখ টাকা এবং বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে নড়াইল সদর উপজেলায় ১ লাখ টাকা ও লোহাগড়া উপজেলায় ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, জেলার তিন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং জনগুরুত্বপূর্ণ কাজে টিআরের টাকা ব্যয় করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।