
Advertisement
জুমবাংলা ডেস্ক: নতুন করে নড়াইল সদর থানার এক পুলিশ সদস্য ও লোহাগড়া উপজেলায় সর্বাধিক ১৫ জনসহ নড়াইলে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্তদের মধ্যে নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ সদর উপজেলার পাঁচজন, লোহাগড়ায় ১৫ জন ও কালিয়া উপজেলার পাঁচজন রয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এ নিয়ে জেলায় ১৬ জন হাইওয়ে পুলিশ সদস্য ও ১০ জন চিকিৎসকসহ সর্বমোট ১৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আট চিকিৎসকসহ ৩৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং পাঁচজন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।