জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি,আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৬.০১ মিনিটে শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
এছাড়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন। প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরে জেলা জজ কোর্ট সংলগ্ন ৭১ এর বধ্যভূমিতে সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনার্থে মোনাজাত ও পুস্পস্তবক অর্পণ করা হয়।এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্বরে গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হয়।এরপর সকাল ৮টায় জেলা শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এখানে পায়রা ও বেলুন ওড়ান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়।সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ে জানানো হয়। এরপর ষ্টেডিয়ামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শণ করে।আজ বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বিকাল ৩টায় শহরের পৌর সান ফ্লাওয়ার স্কুলে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসভা ও সৌখিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক সজ্জিত করা হয়েছে।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে হাসপাতাল,কারাগার,শিশু পরিবার, এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।