জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ সোমবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণীতে জানাগেছে, ২০১৫ সালের ২৮ জুন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এলাকার মহিদুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন, শহিদুল ইসলাম মোল্যার ছেলে সাব্বির হোসেন মোল্যা ও রুহুল মোল্যার ছেলে সুমন হোসেন মোল্যা নড়াইল পৌরসভার মুলিয়ারোড পিয়ারী বটতলা মোড় এলাকায় ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক হন এবংএ ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
রায়ের সময় আসামী ফয়সাল হোসেন ও সুমন হোসেন মোল্যা আদালতে উপস্থিত ছিলেন, আসামসী সাব্বির হোসেন মোল্যা পলাতক রয়েছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।