Advertisement
জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলার লোহাগড়ায় বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মৃতরা হলেন লোহাগড়া পৌরসভার পোষ্ট অফিস পাড়ার হিরু ভূঁইয়ার ছেলে মশিয়ার রহমান ভূঁইয়া (৪৪) ও উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের হাসান পারভেজ (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহাগড়ার এমএ হক কারিগরি কলেজের সামনে লোহাগড়া-কালনা সড়কের পার্শ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসান পারভেজ মারা যান।গুরুতর অপর আরোহী মশিয়ার রহমানকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সে মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, সড়ক দুূর্ঘটনায় দু’জন নিহত হবার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী দায়ের হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।