জুমবাংলা ডেস্ক : নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস তৃতীয়বারের মতো সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলু দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার(৩ ডিসেম্বর) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে সম্মেলন শেষে কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া সহসভাপতি হিসেবে এসএম ফজলুর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক হিসেবে জাহাঙ্গীর বিশ্বাস ও ১নং সদস্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের নাম ঘোষণা করেন তিনি। এ সময় ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনেরও পরামর্শ দেন কাদের। যদিও মাশরাফী জেলা কমিটিতে কোন পেয়েছেন কিনা জানা যায়নি।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিশেষ বক্তা নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সম্মেলনে জেলার তিন উপজেলার সকল ইউনিয়ন ও তিনটি পৌরসভার কয়েক হাজার নেতা–কর্মী অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।