Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



