আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপশ্চিম পাকিস্তানে আফগানিস্তান সীমান্তের কাছে জমিয়তের সভায় ভয়াবহ বিস্ফোরণে অন্ততপক্ষে ৪৪ জন মারা গেছেন। এতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার খার শহরে এই ঘটনা ঘটেছে। একসময় এই জায়গায় পাকিস্তান তালেবানের শক্ত ঘাঁটি ছিল। সেখানে জমিয়ত উলেমা ইসলামের জনসভায় শক্তিশালী বিস্ফোরণ হয়।
সরকারি মুখপাত্র বিলাল ফইজি জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। পুলিশের সন্দেহ, এটা আত্মঘাতী সন্ত্রাসবাদীর কাজ।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগান তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা মেনে নেয়া সম্ভব নয়। তারা এই ঘটনার তীব্র নিনদা করছেন।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে দেহ ছড়িয়ে আছে। উদ্ধারকারীরা রক্তমাখা দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে তুলছেন। ঘটনাস্থলে উপস্থিত একজন জানিয়েছেন, তিনি বেশ কয়েকজন আহত মানুষের তলায় চাপা পড়ে গিয়েছিলেন। কোনোরকমে দাঁড়িয়ে তিনি বীভৎস ছবি দেখতে পাচ্ছেন। চারিদিকে দেহাংশ ছড়িয়ে আছে।
কট্টরপন্থি জমিয়তের সভায় ঠাসা ভিড় ছিল।
দলের মুখপাত্র হাফিজ হামদুল্লাহ বলেছেন, এটা জমিয়তের উপর আক্রমণ। এটা পাকিস্তানের উপর আক্রমণ।
তিনি জানিয়েছেন, স্থানীয় নেতারা মারা গেছেন। দলের দুইজন এমপি আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার আইজি সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, জমিয়তের এক প্রবীণ নেতার ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই বিস্ফোরণ হয়।
কেউ এই বিস্ফরণের দায় না নিলেও আইএসের স্থানীয় গোষ্ঠী কয়েকদিন আগে জমিয়তের কড়া সমালোচনা করেছিল। তাদের বক্তব্য, জমিয়ত নেতারা ভণ্ডামি করছেন। তারা মুখে এক কথা বলেন, আর কাজে সরকার ও সেনাকে সমর্থন করেন। (এপি, এএফপি, রয়টার্স)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।