জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন বিস্ফোরণে নবীন আহম্মেদ (১২) নামে এক কিশোর আহত হয়েছে। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত নবীন কালকিনি পৌর এলাকার মজিদ বাড়ী (ভুরঘাটা) গ্রামের হায়দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভুরঘাটা এলাকায় একটি দোকানে বসে ছিল নবীন। এ সময় তার প্যান্টের পকেটে থাকা সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার কোমরের নিচে ও দুই পায়ের রান পুড়ে যায়। তবে তার ডান পা বেশি পুড়ে গেছে।
কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়া উদ্দিন বলেন, মোবাইল বিস্ফোরণে আহত নবীনের পুরো পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।