নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে তাজুল ইসলাম (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর (উত্তর গজারিয়া পাড়া) এলাকার মানিকদিঘী গ্রামে বাড়ির পাশের একটি লিচুগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাইটিলা গ্রামের হোসেন ইসলামের ছেলে। তিনি গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
তাজুলের দুলাভাই আরিফ জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে সকালে বাসায় ফিরে তাজুল পরিবারের সদস্যদের জানান, তিনি একজন মেয়েকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। বিষয়টি বাবা-মাকে জানালে তারা আপাতত বিয়ে না করতে পরামর্শ দেন। পাশাপাশি জানান, বিয়ে করলে তা গ্রামের বাড়িতে আয়োজন করে দেওয়া হবে। এই কথায় ক্ষুব্ধ হয়ে তাজুল দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের লিচুগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রাত সাড়ে ৯টায় ঘটনাটি নিশ্চিত করেন।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তরুণটি আত্মহননের পথ বেছে নিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।