Advertisement
জুমবাংলা ডেস্ক: পঞ্চগড় সদরে করতোয়া নদীতে পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
মৃত সুমাইয়া (৫) ওই এলাকার সুবহান মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে সুমাইয়া করতোয়া নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে গোসল করতে গিয়ে সুমাইয়াকে ভাসতে দেখে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।