
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
Advertisement
আজ শনিবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আসর উদ্দিনের ছেলে।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, শহিদুল বাড়িতে মোটর দিয়ে পানি তোলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


