পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের রজলী খালপাড়া গ্রামের তিনিটি অসহায় পরিরবারকে থাকার ঘর তৈরি করে দিয়েছে সমাজসেবী সংগঠন ‘মনুষ্যত্ব’।
দাতাদের যাকাত এবং সহায়তার অর্থ দিয়ে রবিউল (ভ্যানচালক), মরিয়ম (দিনমজুর) এবং রেজিয়াকে (দিনমজুর) ঘর তৈরি করে দেয়া হয়।
১১ মে ঘর তিনটি উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজ করা হয়। এদিন প্রায় ১৭৫ রোজাদার গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ‘মনুষ্যত্ব’।
এ সময় মনুষ্যত্ব’র পক্ষে উপস্থিত ছিলেন তেরেসা আফসানা (বাংলাদেশ মেডিকেল কলেজ), মো দাইয়ান নাফিস (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), নাদিরুজ্জামান নিশাত (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), আল মুস্তারি দেখা (এনাম মেডিকেল কলেজ), ফারজানা তানজীম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), তাসনিম ফারিহা আশা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদিয়া ফাহমিদা সানিয়া (বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসিফ ইকবাল অপূর্ব (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), রাঙ্গা এবং ওয়াসিম আকরাম।
মনুষ্যত্ব এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষকে ইফতার করিয়েছে। অনেক অসহায় পরিবারের শিক্ষার্থীর শিক্ষারও দায়িত্ব নিয়েছে সংগঠনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।