পঞ্চম দফায় অবরোধ ডাকল বিএনপি

বিএনপি

বিএনপিজুমবাংলা ডেস্ক: সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। চতুর্থ দফার চলমান অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার এই অবরোধ পালন করবে দলটি।

আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

এ নিয়ে পঞ্চম দফায় অবরোধ দিল বিএনপি।

কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহতদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে আগামী ১৫ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে অবিরাম, সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী দেশে গৃহযুদ্ধ বাধাতে চান। তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তিনি নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পুরো আস্থা রাখতে পারছেন না। একারণে শর্টগান, হাতুড়ি-চাপাটি-লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছেন ভোটাধিকার আদায়ের দাবিতে আন্দোলনকারীদের আগুনে নিক্ষেপ করে হত্যা করতে। বেগম খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নদীতে ফেলে হত্যার হুমকিও দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এখন বিরোধী নেতা-কর্মীদের জেলে পুরে স্বস্তি পাচ্ছেন না।

রিজভী বলেন, অবৈধ সরকারের নিশ্চিত ক্ষমতা হারানোর ভয়ে আবারো উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। সরকারের মত পুলিশরাও এখন গায়েবী তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে ফের টানা দুইদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে, গত ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ ও ৫, ৬ এবং ৮ , ৯ নভেম্বর তিন দফা অবরোধ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা পূর্বের হরতাল ও অবরোধে রাজধানীতে কম পিকেটিং মিছিল হলেও রাস্তায় গণপরিবহন চলেছে একবারে সীমিত আকারে।