পটুয়াখালীর বাউফল উপজেলায় এক পাইলিং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন রোমান মৃধা (২২)। পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে ভিআইপি সড়কে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমানের বাবা নুরুল হক মৃধা, তাদের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামে। রোমানসহ মোট ৮ জন শ্রমিক বাউফল উপজেলা পরিষদের পশ্চিম পাশে ভাড়া নেওয়া একটি বাসায় পাইলিংয়ের কাজ করতেন।
ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবারের জন্য বাসা থেকে বের হন। খাবারের পর রোমান বাসায় ফিরে আসে। রাত সাড়ে ১০টার দিকে অন্য শ্রমিকরা বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করার পরও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরে ঝুলন্ত অবস্থায় রোমানকে দেখতে পান। পরে পুলিশ এসে জানালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নেয়।
এক শ্রমিক জানান, রোমান কাজের ফাঁকে মোবাইল ফোনে কথোপকথন করতেন। আগের রাতে রাত আড়াইটা পর্যন্ত ফোনে কথা বলেছিলেন, তবে কার সঙ্গে কথা বলতেন তা কাউকে জানাননি। ধারণা করা হচ্ছে, ঘনিষ্ঠ কারো সঙ্গে অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।