
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের মাঝি বাড়ি পয়েন্টের সি-বিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকালে সৈকতে উপুড় হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত মরদেহটি দেখতে পান পর্যটকরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারণা, মরদেহটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


