পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভবনের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা ও দায়রা জজ রোকসানা পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান, মহিলা আসন-২৯ সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প (১ম পর্যায়) যুগ্ম সচিব ও প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, গণপূর্ত জোন বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নাছিম খান, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এ সময় জেলার রাজনৈতিক নেততৃবৃন্দরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এ ভবনটি নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।