পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় স্কুলছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। নারী শিক্ষা প্রসারে ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার জন্য গলাটিপা উপজেলা প্রশাসন এসব সাইকেল বিতরণ করে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব সাইকেল বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
গলাচিপা অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মো. রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মতিউল ইসলাম চেীধুরী বলেন, বর্তমান বাংলাদেশে নারীর সক্ষমতা বেড়েছে। নারীদের শিক্ষার উন্নয়নের শেখ হাসিনার সরকার উপবৃত্তি থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার উন্নয়নে ব্যাপক সহায়তাসহ শিক্ষা প্রথিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছেন।
আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করে জীবনকে সুন্দর ও দেশের উন্নয়নে সকলকে আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। প্রাইভেট এবং গাইড বই, নোট বই দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত না করে প্রকৃত পাঠদান ও মানবিক মূল্যবোধ তৈরি করার আহ্বান জানান তিনি। তিনি বঙ্গবন্ধুর
পরে জেলা প্রশাসক মহোদয় রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে জেলে সম্প্রদায় মান্তা জনগোষ্ঠীর শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসফাকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও ইউপি চেয়ারম্যান আবু হানিফ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।