সত্যি সত্যি টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিল সেই ‘মিলিমিটার’

রাহুল শর্মা

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের এক কালজয়ী সিনেমা হিসেবে ‘থ্রি ইডিয়টস’ জায়গা করে নিয়েছে সবার শীর্ষে। দর্শক থেকে বক্স অফিস, বলিউডের জন্য ‘থ্রি ইডিয়টস’ যেন এক অনন্য রুপকথা! বলিউডের ইতিহাসে অন্যতম সফল এই চলচ্চিত্রটি ঘিরে এখনো দর্শক আগ্রহ আগের মতোই রয়েছে। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি প্রতিটি কলাকুশলীর অভিনয়ও ছাপ রেখে গেছে সকলের মনে। যার মধ্যে উল্লেখযোগ্য একজন রাহুল শর্মা। সিনেমার ‘মিলিমিটার’ চরিত্রটিকে এক ভিন্ন রুপ দিয়েছে রাহুল শর্মার অভিনয়।
রাহুল শর্মা
সিনেমার জনপ্রিয় তিন চরিত্র র‌্যাঞ্চো, রাজু এবং ফারহান ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে পা দিতেই ছাত্রদের ফাই-ফরমায়েশ খাটা যে কিশোর তাদের হোস্টেলের আদব কায়দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই কিশোরটিই রাহুল শর্মা। যার চরিত্রের নাম ছিল ‘মিলিমিটার’। সেই রাহুল শর্মা এখন ২৭ বছরের প্রাপ্তবয়স্ক। ‘মিলিমিটার’ চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন তিনি। যদিও তিনি বেশি পরিচিত রাহুল কুমার নামে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় রাহুল শর্মা
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় রাহুল শর্মা

রাহুল ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের নৈনিতালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সুরেশ কুমার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মা গীতা রূপটান শিল্পী। মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি রাহুলের। ওই বয়স থেকেই থিয়েটারে অভিনয় করতে শুরু করেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় রাহুল শর্মা
পরিচালক বিশাল ভরদ্বাজের‘দ্য ব্লু আমব্রেলা’ সিনেমার ‘টিক্কু’ নামক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিতে রাহুল মুম্বাই আসেন। অডিশনের সময় রাহুলের অভিনয় ভালো লেগে যায় কাস্টিং ডিরেক্টরের। সিনেমায় পাকাপাকি ভাবে জায়গা করে নেন রাহুল। তবে ‘দ্য ব্লু আমব্রেলা’ রাহুলের প্রথম সিনেমা ছিল না। ১৯৯৯ সালে কম বাজেটের হিন্দি সিনেমা ‘চন্ডাল আত্মা’তে শিশু অভিনেতা হিসেবে কাজ করেন তিনি। ‘দ্য ব্লু আমব্রেলা’র পর বিশালের আরো এক সিনেমায় অভিনয় করেন রাহুল। বিশাল পরিচালিত ‘ওমকারা’ সিনেমায় ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করা সাইফ আলি খানের ছেলের চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। ‘ওমকারা’ মুক্তির প্রায় তিন বছর পর ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘মিলিমিটার’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান রাহুল। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান রাহুল। ওই সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে একের পর এক সিনেমা ও ধারাবাহিকে কাজ পেতে শুরু করেন তিনি।
রাহুল শর্মা
রাহুল শর্মা

তবে একসময় রাহুলের পরিবারে খুব একটা বেশি আর্থিক সচ্ছলতা ছিল না। তাই দশম শ্রেণিতে পড়ার সময় তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন টাকা উপার্জন করার জন্য শুধুমাত্র অভিনয়েই মনোনিবেশ করবেন। এই খবর ‘থ্রি ইডিয়টস্‌’-এর প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কানে গেলে তিনি রাহুলকে পড়াশোনার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝান। এমনকি রাহুলের পড়াশোনার খরচের দায়িত্বও নেন বিধু। এরপর পড়াশোনার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয় রাহুলের। এমনকি এক সময় পড়াশোনার জন্য ধারাবাহিকের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।
রাহুল শর্মা
রাহুল শর্মা

সম্প্রতি বলিউড সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ এবং ওয়েব সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস্‌’-এও কাজ করতে দেখা গিয়েছে রাহুলকে।

প্রায় এক দশক ধরে রাহুল এবং তাঁর দাদা শিশুদের পড়াশোনার জন্য কাজ করা এক বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত। গরিব মানুষদের উপকারের জন্যও রাহুল বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আমার ছেলেটাও হুবহু শাকিবের মতো : রাত্রি