অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে ড্রপ প্রটেকশন সুবিধার নতুন স্মার্টফোন বাজারে এনেছে রিয়েলমি।নোট ৬০এক্স মডেলের ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাইকাস্ট অ্যালুমিনিয়াম কাঠামোর ফ্রেম এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না, এমনকি দাগও পড়ে না। ড্রপ প্রটেকশনের পাশাপাশি নোট ৬০এক্স মডেলের ফোনটিতে পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধাও রয়েছে। এর ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। শুধু তা–ই নয়, আই কমফোর্ট মোড ব্যবহারের সুযোগ থাকায় ফোনটি একটানা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোনটিতে ইউনিসকের অক্টাকোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম রয়েছে, যা ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে পেছনে রয়েছে ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।