আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সঙ্গে অস্ত্র বিরতি ঘোষণা হওয়ার পরও সাধারণ নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সম্প্রতি পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম কিশোরকে গাড়িচাপা দিয়েছে দেশটির পুলিশ।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় কিশোরটির ওপর ওই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।
১৫ বছর বয়সী ওই কিশোরের নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেয়ার পর তাকে আটক করা হয়। পরে বেশ আহত অবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়।
ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের দখলদার বাহিনী পবিত্র আল আকসা মসজিদের দক্ষিণে সিলভানের কাছাকাছি এলাকায় তাদের গাড়ি নিয়ে জাওয়াদকে ধাওয়া করে। এরপর তার শরীরের ওপর গাড়ি তুলে দেয়। এ ঘটনায় জাওয়াদ পায়ে বেশ আঘাত পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।