নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাসের ধাক্কায় সুলতান আহমেদ (৪৮) নামে মোটরসাইকেলের এক আরোহীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় পত্নীতলা-আগ্রাদিগুন আঞ্চলিক সড়কের আখেড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান উপজেলার আকবরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পত্নীতলায় থানার অফিসার ইনর্চাজ পরিমল কুমার জানান, আগ্রাদ্বিগুন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি’র একটি বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পার্শ্ব রাস্তা দিয়ে সড়কে উঠতে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুলতান নিহত হন। গুরুতর আহত হন তার ভাই খায়রুল ইসলাম। নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।