স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ড নিয়ে সারা দেশেই চলছে আলোচনা-সমালোচনা। আজ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নির্বাহী সভায়ও ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি আজম নাসির বলেন, ‘ফুটবলের সাম্প্রতিক বিষয় ও আমাদের অবস্থান তুলে ধরতে খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করব।’
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভায় উপস্থিত ছিলেন সদ্য বাফুফে থেকে পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন৷ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ মুনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করে। পাশাপাশি বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জেলা ও বিভাগের কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো আলমগীর বলেন, ‘ আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি যারা জেলা ও বিভাগীয় সংগঠকদের মধ্য থেকে বাফুফেতে নির্বাচিত হয়েছে তাদেরকে পদত্যাগ করতে বলা হবে। তারা আমাদের এই আহ্বানে সাড়া না দিলে ব্যক্তিগতভাবে সামনে তারা আর কোনো ফেডারেশনের নির্বাচনে আমাদের সমর্থন পাবেন না এবং সংশ্লিষ্ট জেলা-বিভাগও আমাদের সাথে থাকতে পারবে না।’
তাদেরকে পদত্যাগ করতে বলার কারণও ব্যাখ্যা করেছেন এই সংগঠক, ‘তারা আমাদের সমর্থনে নির্বাচিত হয়েছে জেলা ফুটবলে কাজের জন্য। আজ জেলা ফুটবল স্থবির। তাদের কথা বলার সুযোগ নেই আবার কাজও করতে পারছে না ফলে সেখানে থাকার কোনো যৌক্তিকতা নেই।’ ফুটবল ফেডারেশনে জেলার কর্মকর্তা রয়েছেন তিনজন নোয়াখালীর ওয়াদুদ পিন্টু, সিলেটের মহিউদ্দিন আহমেদ সেলিম ও খুলনার অ্যাডভোকেট সাইফুল। সিলেটের মহিউদ্দিন সেলিম খানিকটা সক্রিয় থাকলেও অন্য দুই জন নির্বাচিত হওয়ার পর একেবারে নিষ্ক্রিয়। নির্বাহী কমিটির একাধিক সভাতেও সাইফুল ও পিন্টু অনুপস্থিত ছিলেন।
ফুটবল ছাড়াও আজকের সভায় সামনে কয়েকটি ফেডারেশনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টন, দাবা ও হকির নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লাকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের সাধারণ সম্পাদক নিয়ে দ্বিধা-দ্বন্দে ছিল ফোরাম। আজকের সভায় সাধারণ সম্পাদক প্রার্থী নির্ধারণের বিষয়টি ফোরামের সভাপতি আজম নাসিরের উপর ছেড়ে দেয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি নির্বাচন নিয়ে ফোরাম নেতাদের সঙ্গে মুঠোফোনে আলোচনা করেছেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।