স্পোর্টস ডেস্ক : ক্রিকেট পাড়ায়হঠাৎ গুঞ্জন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিষয়টি পরিষ্কার করে আকরাম খান জানানলেন, হ্যাঁ, সত্যিই তিনি আর ক্রিকেট অপারেশন্স প্রধান পদে থাকতে চান না।
এর আগে আকরাম খানের পরিবারের পক্ষ থেকেই খবরটি ছড়ায়। তার সহধর্মিণী সাবিনা আকরাম সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সোয়া ৪টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসেই জানিয়ে দেন আকরাম খান ক্রিকেট অপারেশন্স কমিটি ছাড়ছেন।
এর পর থেকে আকরাম খান নিজের ফোন বন্ধ করে রাখেন। সেই ফোন না খোলায় অবশেষে আজ মঙ্গলবার তাঁর বাসায় গিয়ে হাজির হন সাংবাদিকরা।
সাবিনা আকরাম আগের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছিলেন, আকরামের পদত্যাগ তাঁদের পারিবারিক সিদ্ধান্ত। আজ নিজ বাসায় আকরাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘হ্যাঁ, পারিবারিক কারণেই সরে যাচ্ছি। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। পাপন ভাইয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। উনার পরামর্শই আমি অনুসরণ করব।’
আকরাম আরো বলেন, ‘যেহেতু আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, তো এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমার যে অভিভাবক, গত আট বছরে উনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। তো উনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। উনার কনসার্ন ছাড়া আমি আপনাদের কিছু বলতে পারব না। ৩টার দিকে আজ কল করেছিলাম, রিপ্লাই দেননি। হয়তো যেকোনো সময় কল ব্যাক করবেন। কল করলে উনার সঙ্গে আলাপ করে নেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।