জুমবাংলা ডেস্ক : উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশনে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন।
এ প্রেক্ষাপটে কুয়েট উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ জানান, পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে সরকার নিয়োগ দিয়েছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য উপযুক্ত নই, তাহলে অবশ্যই আমাকে সরিয়ে দেবে। আমি নিজ থেকে পদত্যাগ করবো না।”
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।
ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী গালিব ইফতেখার রাহাত বলেন, “ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো, প্রয়োজনে মৃত্যুবরণ করবো, কিন্তু দাবি ছাড়া ফিরে যাবো না।”
এরইমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের একটি তদন্ত কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে এবং সিন্ডিকেট সভা শেষে বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনের ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও, যেখানে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।